রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ভোলার বোরহান উদ্দিন পৌরসভার প্রায় ১৪ কোটি টাকার উন্নয় কাজের উদ্ধোধন

ভোলার বোরহান উদ্দিন পৌরসভার প্রায় ১৪ কোটি টাকার উন্নয় কাজের উদ্ধোধন

ভোলা প্রতিনিধি : ভোলার-বোরহান উদ্দিন পৌর সভার প্রায় ১৪ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্ধোধন করেন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে (৮এপ্রিল) পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান-প্রধান অতিথি থেকে এ কাজের উদ্ধোধন করেন। নির্বাহী প্রকৌশলী আবদুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারি প্রকৌশলী মোঃ জাকির হোসেন, প্রকৌশলী মাছুম বিল্লাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-মহাব্বত কাজি, জসিম কাজিসহ পৌর প্রসাশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।  সিটিসিআরপি-২য় পেইজ প্রজেক্টের, বিশ^ব্যাংকের অর্থায়নে, ঠিকাদারী প্রতিষ্ঠান-ঢাকা কারওয়ানবাজারের-এস এস আর আই এল এইচ আর সি এবং জেবি, যৌথ ভাবে প্রকল্প গুলো বাস্তবায়ন করবেন।

প্রকল্পের মধ্যে রয়েছে-পৌরসভার-১ নং ওয়ার্ডের  ১৫৪০ মিটার, ২নং ওয়ার্ডে ৩৬৩ মিটার, ওই ওয়ার্ডের ফায়ার সার্ভিস অফিস পর্যন্ত-১৬৫৩ মিটার, ৫নং ওয়ার্ডে-৬৪০ মিটার, ৯নং ওয়ার্ডে-২৭৫৫‌ মিটার সড়ক এবং এ প্রকল্পের অন্তরভুক্ত বিভিন্ন সড়কে ০৬(ছয়)টি বক্স কালভার্ট নির্মাণ। যার ব্যয় ধরা হয়েছে-১৩ কোটি ৪৪ লক্ষ।

ইতিমধ্যে শেষ হওয়া অন্য একটি প্রকল্প ৭২ লক্ষ  টাকা ব্যয়ে-৬নং ওয়ার্ডে আব্দুল জব্বার কলেজের রাস্তা, ৭ নং ও ৮ নং ওয়ার্ডের রাস্তা এবং কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ সম্পন্ন হয়েছে। ২নং ওয়ার্ডে একটি রাস্তার কাজ চলমান রয়েছে। এছাড়াও পৌর শহরে ০৫ টি আধুনিক ওয়াশজোন নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। পৌর প্রশাসক, সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান কাজ গুলো পরিদর্শন করেন।

১৮ বার ভিউ হয়েছে
0Shares