রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ভারত থেকে আমদানিকৃত ১০টি রেফ্রিজারেটেড মিল্কভ্যান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে

ভারত থেকে আমদানিকৃত ১০টি রেফ্রিজারেটেড মিল্কভ্যান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে

ইয়ানূর রহমান : বাংলাদেশ সেনা বাহিনীর ভারত থেকে আমদানিকৃত ১০টি রেফ্রিজারেটেড মিল্কভ্যান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ মিল্ক ভ্যানগুলো ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে প্রবেশ করে।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে। তারমধ্যে প্রথম চালানে ১০টি মিল্কভ্যান বেনাপোল স্থলবন্দরে সে পৌঁছায়। কয়েক দিনের মধ্যে বাকী ৩০টি মিল্ক ভ্যান প্রবেশ করবে।
ভারত থেকে আমদানিকৃত এ রেফ্রিজারেটেড মিল্ক ভ্যানের বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি এবং রপ্তানিকারক   ভারতের অশোক লিলেন্ড লিমিটেড। এ ১০টি মিল্ক ভ্যানের আমদানি মুল্য দেখানো  হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউএস ডলার। পণ্য চালানটি বেনাপোল বন্দর থেকে ছাড়   করণের কাজ করছেন এম আর লজেষ্টিক সিএন্ডএফ এজেন্ট।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গো ভেহিক্যাল  টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এখানে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে দ্রুত এ পরিবহনগুলো খালাসে প্রয়োজনীয় হযোগীতা করা হবে।

এর আগে গত বছরের ৯ জুলাই বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ সেনা বাহিনী ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিক্যাল আমদানি করেছিলো।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS