স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লেবুতলা গ্রামের মোসলেম দফাদারের ছেলে নাজিম উদ্দীন, তার স্ত্রী আন্না বেগম ও কন্যা জুলি খাতুন। ঝিনাইদহ র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারিক বিরোধের জের ধরে গত ২৩ এপ্রিল লেবুতলা গ্রামের মহিউদ্দীনের ছেলে চাঁন মিয়া (২৬) কে শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা।
এ ঘটনায় নিহতর পিতা মহিউদ্দীন বাদী হয়ে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেন। আদালত বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার জন্য মহেশপুর থানাকে নির্দেশ দেয়। র্যাব-৬ মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে। বুধবার আসামীরা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব-৬ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.