শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ভাঙ্গুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে শ্লীলতাহানি

ভাঙ্গুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে শ্লীলতাহানি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মানসিক ভারসাম্যহীন মধ্যবয়সি এক নারী (৫০) কে শ্লীলতাহানি করায় এলাকা বাসির হাতে গণধোলাই খেল যুবক। যুবক ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া হারোপাড়া মহল্লার মোঃ সোবাহান আলীর ছেলে মোঃ রোকন আলী (৪৫)। ঘটনাটি ঘটেছে ভাঙ্গুড়া পৌরসভার ৯ নং ওয়াডের চৌবাড়িয়া হারোপাড়া মহল্লায়।

প্রত্যক্ষদর্শি ও স্থানিয়রা জানায়,সোমবার (১৫ মে) গভির রাতে রোকন মানসিক ভারসাম্যহীন নারীর ঘরে ঢুকে তার মুখ চেপেধরে র্ধষণরে চষ্টো করে। এসময় প্রত্রিবন্ধী নারীর ছেলে ফিরোজ মায়ের কান্নার শব্দ শুনে ঘড়ে আলো জালাতেই রোকন ধাক্কা দিয়ে দৌরে পালানোর চেষ্টাকরে। এ সময় স্থানীয়রা আটক করে গণধোলায় দিয়ে ভাঙ্গুড়া সরকারি হাসপাতালে ভর্তি করে রোকনকে।

নাম গোপন রাখার সর্তে এক বৃদ্ধা বলেন এই রোকনের নির্যাতনে আমার ছেলের বৌউ চলে গেছে। তিনি আরো বলেন, রোকন আমাদের সমাজকে কুলোসিত করছে আমরা তার বিচার চাই।

ঘটনার সত্যতা শিকার করে ৯ নং ওয়ার্ড কমিশনার মোঃ সুলতান মাহমুদ বলেন, রোকন মাসে ৩০ দিনের মধ্য ২০ দিন কারো না কারো ঘরে ঢুকে ধরা পড়ে । তার দরবার সালিশ করতে করতে আমরা অতিষ্ট হয়ে উঠেছি।ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, ঘটনা শুনেছি তবে কোন অভিযোগ নাইনি।।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS