ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবারের মাঝে জমির মালিকানা দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। এ সময় ২১জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, পৌর সভার মেয়র গোলাম হাসনাইন রাসেল। অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাউস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন ও আব্দুল হানান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া ‘ক’ শ্রেণির ৩য় পর্যায়ের ভূমিহীনদের মাঝে আরও ১৫টি ঘর প্রদান করা হবে। এসব ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.