ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় দোকান ঘর ও ওয়াবদা বাধের জায়গা (পানি উন্নয়ন বোর্ড) দখলকে কেন্দ্র করে বাড়ি-ঘর ভাংচুরসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সারে নয়টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাঁছ বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে । এদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৭ জনকে ্ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয় ও বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি যায়। ঘটনার পর রব্বান আলী (২৫) কে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় পর দিন শুক্রবার (১৫ এপ্রিল) আইয়ুব আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মামলার বাদি আইয়ুইব ও তার পরিবার নিরাপত্তা হিনতায় দিন কাটাচ্ছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, মোঃ নজরুল ইসলাম ওয়াবদা বাধের জায়গা (পানি উন্নয়ন বোর্ড) মাটি ভরাট করে দোক ঘর তৈারি করে দেওয়ার কথা বলে মোঃ রমজান আলীর কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়ে ছিল । কথা অনুযায়ি মাটি ভরাট করে দোকান ঘর নির্মাণ করে কিন্তু দৌকান রমজান আলীকে বুঝে না দিয়ে নজরুল তার ছেলে রবিউলকে দেন। এনিয়ে উভয়ের মধ্যে একাধিকবার দ্ব›দ্ব হয়েছে এবং স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। স্থানীয় মীমাংসা পক্ষে না হওয়ায় নজরুল ইসলাম এলাকায় প্রভাব বিস্তারের সন্য কৌশলে নাম মাএ কয় এক জন আওয়ামী লীগের কর্মী নিয়ে বাকি বিএন পির স্থানীয় নেতা দের নিয়ে ৪০ জনের একটি গ্রæপ তৈরি করে। তারা ওয়াবদা বাধের একটি জায়গা (পানি উন্নয়ন বোর্ড) দখল করে বঙ্গবন্ধু নামে একটি ক্লাব ঘর নির্মাণ করে ।
গত (১৪ এপ্রিল) রাতে ক্লাবের মধ্য উৎপেতে বসে ছিল নজরুল বাহিনিরা এ সময় রমজান আলী তারাবির নামাজ শেষে ক্লাবের পাশদিয়ে বাড়ি ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে তার বাহিনি আইয়ুবকে মারধর করে সে দৌরে বাড়িতে গেলে তারা তার বাড়ি ঘর ভাংচুর করে এবং আইযুব ও তার ভাই ভাতিজাসহ ১৩ জনকে গুরুতর আহত করে এসময় তাদের চিৎকারে এলাকাবাসি তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, তাদের মাথা ও শরীরে বিভিন্ন স্থানে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত নজরুল পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে ১৩ জনকে আসামী করে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছে। এক ব্যক্তিকে আটক জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.