
বড় পর্দায় তার অভিষেক হতে চলেছে কলকাতার সিনেমাতে

বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কাজ করেছেন ওটিটিতেও। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে জনপ্রিয় এই অভিনেত্রীকে এবার দেখা যাবে বড় পর্দায়। তবে দেশের কোন সিনেমাতে নয় বড় পর্দায় তার অভিষেক হতে চলেছে কলকাতার সিনেমাতে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পশ্চিম বাংলার প্রশংসিত নির্মাতা অতনু ঘোষের ১০ নাম্বার সিনেমা ‘আরও এক পৃথিবী’তে কাজ করতে চলেছেন ফারিণ।
সবকিছুই নাকি চূড়ান্ত। জানা গেছে চলতি মাসেই সিনেমাটির শুটে অংশ নিতে লন্ডন যাচ্ছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম থেকে আরও জানা গেছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজ দেখে নিজের ১০ নাম্বার সিনেমায় ফারিণকে চূড়ান্ত করেছেন অতুন ঘোষ। তবে এই ব্যাপারে কোন মন্তব্য করেননি তাসনিয়া ফারিণ। একাধিকবার ফোন করেও তার সাড়া পাওয়া যায়নি।
এই সিনেমায় ফারিণ ছাড়াও তিনটি দরকারি চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু। এর আগে জয়া আহসানকে নিয়ে ‘বিনি সুতোয়’ নির্মাণ করেন অতনু ঘোষ।
৬ বার ভিউ হয়েছে