শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ব্লগবাড়ির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা “নূরের পাখি সিজন-২”  সম্পন্ন

ব্লগবাড়ির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা “নূরের পাখি সিজন-২”  সম্পন্ন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মননশীল প্লাটফরম ব্লগবাড়ির আয়োজনে ও ফুলের হাসি ফাউন্ডেশন তত্ত্বাবধানে  “হিফজুল কুরআন প্রতিযোগিতা “নূরের পাখি সিজন-২ ২০২৫” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম  জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। ফুলের হাসি ফাউন্ডেশন সভাপতি অধ্যক্ষ ডা সানাউল্লাহ এর সভাপতিত্বে দিন ব্যাপী এই প্রতিযোগিতায়, ব্লোগ বাড়ির চেয়ারম্যান কাজী সাঈদ এর তত্বাবধানে, গিয়াস উদ্দীন ও তসলিম হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা.  শাহাদাত হোসেন, অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব।
এতে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী’র নির্বাহী পরিচালক শিহাব মালেক, ফিলনে প্রোপার্টিজ লিমিটেড সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ নাসের, এপিক প্রোপার্টিজ লি.-এর হেড অব ব্র‍্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহ উদ্দীন, ফুলকলি গ্রুপ জিএম আবদুস সবুর, ডাক্তার মেসবাহ উদ্দীন তুহিন, নাগরিক টিভির ব্যুরোচিফ এ কে আজাদ, পটিয়া জেনারেল হাসপাতালের পরিচালক দিদারুল আলম, হালিশহর প্রিমিয়ার ব্যাংক প্রিন্সিপাল অফিসার গিয়াস উদ্দিন সেলিম, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম, মোঃ নাসির উদ্দিন, হালিশহর প্রি-ক্যাডেট স্কুল সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ফুলের হাসি ফাউন্ডেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মো: লোকমান হোসাইন, এডভোকেট বরকতুল্লাহ খান, এডভোকেট আল-আমিন, এডভোকেট হুমায়ুন কবির হিমু, জনাব আব্দুল নুর,প্রবাসী ক্লাব চেয়ারম্যান খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, ক্যাপ্টেন মুসলিম ফারুক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত প্রতিযোগিতায় ৩০০ অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন, যেখানে প্রথম পুরস্কার নগদ ২০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ১৫,০০০ টাকা, তৃতীয় পুরস্কার নগদ ১০,০০০ টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান অর্জন কারীদের প্রদান করা হয়েছে সম্মাননা স্মরক।
প্রথম পুরস্কার অর্জন করেন হাফেজ আব্দুল্লাহ আল ফাহিম, দ্বিতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ রেজাউল করিম, তৃতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ মোহাম্মদ সাঈদ, এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন যথাক্রমে হাফেজ আব্দুল্লাহ আল তামিম, হাফেজ নাফিছ উদ্দীন, হাফেজ আব্দুর রহমান, হাফেজ মোহাম্মদ ওমায়ের, হাফেজ জাহেদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আনাছ ও হাফেজ মুফিজুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ডা সানাউল্লাহ বলেন, সুস্থ সংস্কৃতি মননে এবং দ্বীনের খেদমতে ব্লগবাড়ি’র কার্যক্রম গতিশীল থাকবে। ব্লগবাড়ির লক্ষ্য কেবল চট্টগ্রাম আঞ্চলিক বা দেশের মধ্যে আবব্ধ নয়, আমরা চাই এই কুরআনের প্রতিযোগিতা আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে। এতে আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করছি।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS