প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছ কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছ বিক্রিকে কেন্দ্র করে সাবেক দুই ইউনিয়ন পরিষদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার সরাইল- অরুয়াইল সড়কের বিশুতারা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য মো. আবু তালেবের সমর্থক মজনু মিয়ার সাথে সাবেক ইউপি সদস্য মো. ফজল মিয়ার সমর্থক কবুল মিয়ার মাছ ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সরাইল- অরুয়াইল সড়কের বিশুতারা এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
ঘণ্টাব্যপী চলমান সংঘর্ষে আঞ্চলিক এই সড়কের দুই দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন লোক আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিক ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্তমান ইউপি সদস্য ও বিশুতারা গ্রামের বাসিন্দা আমজাদ আলী বলেন, মাছ কেনাবেচাকে কেন্দ্র করে সাবেক দুই মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। সামান্য একটা ব্যাপার নিয়ে এতো বড় ঘটনা। এটা অনেক দুঃখজনক ব্যাপার।এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আসলাম হোসেন বলেন, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.