শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

<span class="entry-title-primary">ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা </span> <span class="entry-subtitle">সেলিম সভাপতি,বেলাল সাধাণ সম্পাদক</span>

ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা  সেলিম সভাপতি,বেলাল সাধাণ সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক সেলিম পারভেজের  সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের আদর্শে বিশ্বাসী  গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম পারভেজকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলালকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো: আশিকুল ইসলাম ও দৈনিক নিউ এইজ জেলা প্রতিনিধি হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক,  সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার রিয়াজ আহমেদ অপু, প্রচার সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি খন্দকার মো: শফিকুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক পদে দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান নিটল, দপ্তর সম্পাদক পদে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা সংবাদদাতা মাঈনুদ্দীন রুবেল। এছাড়া আরো  ৯জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।
সভায় জেলা ও উপজেলায় কর্মরত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের আদর্শে বিশ্বাসী সকল গণমাধ্যম কর্মীকে সদস্য পদ দেয়ার  সিদ্ধান্ত গৃহীত হয়।
৭১ বার ভিউ হয়েছে
0Shares