শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বোদায় সুপারির বাম্পার ফলন, দামও ভাল

বোদায় সুপারির বাম্পার ফলন, দামও ভাল

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় সুপারির বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও ভাল। শনিবার বোদা নগরকুমারি হাটে প্রচুর সুপারির আমদানি হয়েছে। হাটঘুড়ে সুপারি ব্যবসায়ী ও সুপারিচাষীদের সাথে কথা বলে জানা যায়, বাজারে বড় সুপারির পণ (২০ হালি ৮০পিজ) বিক্রি হচ্ছে ২৫০ টাকা আর মাঝারি সুপারি বিক্রি হচ্ছে ২০০ টাকা এবং ছোট সুপারি বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। সুপারি ব্যবসায়ী ও সুপারি চাষীদের মতে চলতি মৌসুমের চেয়ে গত মৌসুমে সুপারির দাম ছিল বেশি। বড় সুপারি ৪০০ টাকা দরে বিক্রি হয়েছিল। সুপারি ব্যবসায়ী মোতালেব ও মিন্টু জানান, অন্যান্য বছরে বাইরের জেলাগুলোতে সুপারি চাহিদা ছিল বেশি। কিন্তু চলতি সনে বাইরের জেলাগুলোতে তেমন সুপারির চাহিদা না থাকায় বর্তমানে এ অঞ্চলের বাজারগুলোতে সুপারি দাম একটু কম। যদি বাইরের জেলাগুলোতে সুপারির চাহিদা বৃদ্ধি পায় তাহলে বাজারে সুপারি দাম বাড়ার সম্ভাববনা রয়েছে। বোদা বাজারে সুপারি বিক্রি করতে এসেছেন উপজেলার মাড়েয়া বামনহাট হতে ওসমান গণি। তার সাথে কথা বলে জানা যায় এবার উপজেলার সুপারির বাগানগুলোতে ফলন ভাল হয়েছে। কোন সময় রোদ আবার কোন সময় বৃষ্টি সহ আবহাওয়া অনুকুলু থাকায় সুপারির ফলন ভাল হয়েছে। বাজারে দাম একটু কম থাকলেও সুপারি চাষিরা তার উৎপাদিত পণ্য বিক্রি করে লাভবান হচ্ছেন বলে জানা গেছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS