শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বোদায় রতœগর্ভা মা’কে সম্মাননা প্রদান

বোদায় রতœগর্ভা মা’কে সম্মাননা প্রদান

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম ও বিশ্ব মা দিবসে উপলক্ষে পঞ্চগড়ের বোদায় রতœগর্ভা মা মোছাঃ মজিমা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত ৮ মে রবিবার সন্ধ্যায় সেচ্ছাসেবী সংগঠন স্পন্দন এর আয়োজনে একুশ স্মৃতি পাঠাগারে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি প্রবীর চন্দের সভাপতিত্বে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক সংগঠন এমরান আল আমিন, অধ্যাপক মণিশংকর দাস গুপ্ত, প্রধান শিক্ষিক মোছাঃ হোসনে আরা বেগম, রতœগর্ভা মায়ের সন্তান অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আবেদা খাতুন, একুশ স্বৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শীলন, শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রতœগর্ভা মোছাঃ মজিমা খাতুন বোদা পৌরসভার সাতখামার এলাকার মরহুম আজিমুদ্দীন আহম্মদের সহধর্মিণী। তিনি ৪ ছেলে ৩ মেয়ে সন্তানের জননী। ৭ সন্তানকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলেন। তাঁর সন্তানরা স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশের বিভিন্ন দপ্তরে সুনামের সহিত কর্মরত রয়েছেন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS