
বোদায় মোটর সাইকেল চোর চক্রের মুল হোতা আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ; বোদায় আন্তঃ জেলা মটর সাইকেল চোর চক্রের মুল হোতা সুলতান ইসলাম (৩২) কে আটক করেছে বোদা থানা পুলিশ। আটকের পর তার তথ্যের ভিত্তিতে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের কাদেরপুর কোতয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়।
বোদা থানার ওসি আজিম উদ্দীনের নেতৃত্বে বোদা থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলার ভুল্লীথানাধীন ১১ মাইল নামক স্থান থেকে তাকে আটক করে।
আটককৃত সুলতান আলী বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের রাম গোবিন্দ হিসাবিয়া গ্রামের আব্দুল গফুর এর পুত্র।
এ বিষয়ে বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, মোটর সাইকেল চোর চক্রের মুল হোতা বোদায় অবস্থান করছে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়।