শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বোদায় ভিজিএফ চাল বিতরণ

বোদায় ভিজিএফ চাল বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা পৌরসভায় ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরিয়ার নজির।
দুর্যোগ ব্যবস্থানা অধিদপ্তরের বাস্তবায়নে পৌরসভার অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ ৩ হাজার ৮১ জন ব্যক্তির মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কাউন্সিলর তৌকির আহমেদ, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির, পৌরসভা এস্যোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS