
বোদায় জ্ঞানগৃহ কোচিংয়ের ইফতার ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় জ্ঞানগৃহ কোচিং সেন্টারের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জ্ঞানগৃহ কোচিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জ্ঞানগৃহ কোচিং সেন্টারের চেয়ারম্যান আব্দুর রশিদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন, বিশেষ অতিথি পাথরাজ সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক গোলাম রহমান, পাথরাজ সরকারি কলেজের সহকারীা অধ্যাপক রবীন্দ্রনাথ, চন্দনবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মাহফুজুর রহমান, জ্ঞানগৃহ কোচিং সেন্টারের পরিচালক আশরাফুল হক প্রমুখ।
জ্ঞানগৃহ কোচিং সেন্টারের এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং জ্ঞানগৃহ স্কলারশিপ ১৫ জন শিক্ষার্থীকে প্রদান সহ মডেল টেস্টে ও স্পোকেন ইংলিশ, কবিতা আবৃতি ও নাট্যাভিনয় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এ সময় ইসরাইল কর্তৃক গাজায় নিরীহ ফিলিস্থিনিদের উপর বর্বর হত্যাযজ্ঞের নিন্দায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়।