বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ; বোদায় মটর সাইকেল চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করে বোদা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
গতকাল রবিবার রাতে মাড়েয়া ইউনিয়নের কলোনীপাড়া গ্রামের বাসিন্দা বাবর আলী বাড়ীর সামনে থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়। পরে সিসি টিভি দেখে চোরকে সনাক্ত করে খোজাখুজির এক পর্যায়ে পাওয়া গেলে মোটর সাইকেল সহ পালানোর সময় বটতলী বাজার থেকে স্থানীয়দের সহযোগীতায় একজনের আটক করা হয়। এসময় আরো দুইজন চোর চক্রের সদস্য পালিয়ে যায়।
আটককৃত ইসমাইল হোসেন দেবীগঞ্জ উপজেলার খুটামারা বালাপাড়া গ্রামের নবাব আলীর পুত্র।
এ বিষয়ে বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, মটর সাইকেল চোরকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ চোরকে আটক করা করে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.