
বোদায় অতিরিক্ত ভাড়া আদায়, ৪ বাস কাউন্টারে জরিমানা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ বাস কোম্পানীর কাউন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। আটোয়ারী উপজেলার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ ও বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে নাবিল এন্টারপ্রাইজ, ঢাকা এক্সপ্রেস, হামিম ট্রাভেলস ও আলম এন্টারপ্রাইজ টিকেট কাউন্টারকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য সর্তক করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও বোদা থানার পুলিশের একটি দল।
আটোয়ারী উপজেলার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমানিত হওয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪ ধারা মোতাবেক মূল্য তালিকা প্রদর্শন না করায় সর্তক সহ জরিমানা আদায় করা হয়।