শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বেয়াইয়ের কবর খুড়ে বাড়ি ফেরার পথে সেনবাগে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ছেলের শ্বশুর বেয়াইয়ের কবর খুড়ে দাফনের পর নিজ বাড়িতে ফেরার পথে মোঃ নুরুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ওই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পলতি সাতবাড়ীয়া পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে ।

নিহত নুরুল হক উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের প‚র্বপাড়া মৃত ইসমাই হোসেনের ছেলে প্রকাশ কবির হুজুরের বাবা।

নিহতের মেয়ের জামাই শাহ আলম জানান, বুধবার (১১মে) দুপুরে ছোট ছেলে ছালে আহম্মদের শ্বশুর আবদুর রাজ্জাকের মৃত্যু খবর শুনে নিহত নুরুল হক তার শাবল,টালি সহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে বেয়াইয়ের কবর খোড়ার জন্য উপস্থিত হন একই ইউনিয়নের পলতি সাতবাড়ীয়া বেয়াইর বাড়ীতে। বেয়াইয়ের জন্য কবর খুড়ে তাকে মাটি দিয়ে সন্ধ্যায় নিহত নুরুল হক (৬৫), তার ছোট ভাই আবদুল মমিন ( ৬৩), জামাই শাহ আলম (৩৫) মেয়ে জাহানারা বেগম (২৮),নাতি আবু সুফিয়ান (৩) সহ ৫জন ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ী ফেরার পথে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পলতি সাতবাড়ীয়া পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে পৌছলে গাড়ী টি উল্টে পাশ্ববতি পুকুরে পড়ে সকলে আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্বার সেনবাগ উপজেলা ৫০শর্য্যা সরকারী হাসপাতালে ভর্তি করান । এরপর বুধবার রাত সাড়ে ৯টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্ল্যেখ নিহত নুরুল হক একজন স্বেচ্ছাসেবী হিসাবে মৃত ব্যাক্তিদের বিনামূল্যে কবর খুলে আসছিল।

এ বিষয়ে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান বিষয়টি কেউ থানায় অবহিত করেনী।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS