নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে র্যাব-১১ এক অভিযান চালিয়ে হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি মোরশেদ প্রকাশ লম্বা মোরশেদ (২৯) গ্রেফতার করেছে। মোরশেদ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী সভার পৌর করিমপুর এলাকার আলী আকবরের ছেলে । শনিবার (১১জুন) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে র্যাব-১১র একটি দল তাকে উপজেলার আমানউল্যাহপুর বাজার থেকে গ্রেফতার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, হত্যা ও বিস্ফোরক মামলার ওই আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন যাবত অজ্ঞাত স্থানে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার রাতে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.