
বেগমগঞ্জে গাড়ী চাপায় অজ্ঞাত নারী-পুরুষ নিহত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি :; নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাতয় দুইজন নারী-পুরুষ নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরের দিকে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এর আগে একই দিন, ভোরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌরাস্তা ও বেগমগঞ্জ থানা এলাকায় ওই দুর্ঘটনা দুইটি ঘটেছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনী। অজ্ঞাত হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয় বাসন্দিা সবুজ জানায়, শনিবার ভোর ৪টার দিকে নোয়াখালী-ল²ীপুর সড়কের বেগমগঞ্জ মডেল থানা এলাকার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অপরদিকে, ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এক যাত্রীবাহী বাস চৌমুহনী চৌরাস্তায় এক বৃদ্ধাকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যায়।