শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বৃষ্টিতে থৈথৈ পানি বেহালদশা আদিমারীর রেজিস্ট্রারী অফিস দেখার নেই কেউ

বৃষ্টিতে থৈথৈ পানি বেহালদশা আদিমারীর রেজিস্ট্রারী অফিস দেখার নেই কেউ

বদিয়ার রহমান লালমনিরহাট। যেখান থেকে সরকার বছরে কোটি কোটি টাকা রাজস্ব পায় সেখানের অবস্থা বেহালদশা নজরে নিচ্ছে না কেউ। সামান্য বৃষ্টি হলে হাটু পর্যন্ত জমে উঠে পানি আর পানি। জমি ক্রেতা বিক্রেতারা পরে মহাবিপদে। বিপাকে পড়েছে দলিল লেখক সমিতি। সেটি হচ্ছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাবরেজিস্টার অফিস ও দলিল লেখক সমিতির অফিস। সোমবার ৬ জুন সরেজমিনে গিয়ে দেখা গেল এই হালচাল। দলিল লেখক সমিতির একাধিক লেখকদের সাথে কথা বলে জানাযায়,দীর্ঘ কয়েক বছরকে বছর ধরে আদিতমারী সাবরেজিস্টার অফিসের এই বেহালদশা। এমপি মন্ত্রীর সাথে একাধিকবার যোগাযোগ করেও কোন ফলপ্রসু হয়নি। বেশি বৃষ্টি হলে হাটুর উপর পানি পার হয়ে রেজিস্টারের কাছে যেয়ে দলিল সম্পন্ন করতে হয়। ক্রেতা বিক্রেতারা ও মারাত্বক সমস্যায় পড়ে যায়।
দলিল লেখক সমিতির সভাপতি মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,,কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকনসহ অনেকে জানান, আদিমারী উপজেলার এই অফিসটি ভবন করার জন্য কয়েকবার এমপি মন্ত্রীর কাছে গেলে সেসময বলে বিষয়টি দেখা হচ্ছে জানান। যা বছরকে বছর ধরে এখনো দেখে। তাই আদিতমারীর সাবরেজিস্টার অফিস ও দলিল লেখক সমিতির অফিস বৃষ্টির পানিতে জমে ওঠা এই বেহালদশা থেকে সাধারণ মানুষের জন্য সুব্যবস্থার দাবি জানান। ( এর পর ফলোআপ)
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS