শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বৃষ্টিকে উপেক্ষা করে দীর্ঘ ৯ বছর পর ডোমার উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

বৃষ্টিকে উপেক্ষা করে দীর্ঘ ৯ বছর পর ডোমার উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

রবিউল হক রতন , ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বৃষ্টিকে উপেক্ষা করে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পর আনন্দ উৎসব এবং উদ্দীপনার মধ্য দিয়ে এবং বর্ণাঢ্য আয়োজনে ডোমার উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩১ জুলাই দুপুরে উপজেলা আ”লীগের আয়োজনে ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রথমার্ধের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডোমার উপজেলা আ”লীগের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল”র সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ”লীগ কেন্দ্রীয় কমিটি।
উপজেলা আ”লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া সাবেক এমপি ও কার্যকরী সদস্য বাংলাদেশ আ”লীগ কেন্দ্রীয় কমিটি, এ্যাডভোকেট সফুরা বেগম রুমি সাবেক এমপি ও কার্যকরী সদস্য বাংলাদেশ আ”লীগ কেন্দ্রীয় কমিটি, আফতাব উদ্দিন সরকার এমপি মাননীয় সংসদ সদস্য নীলফামারী (০১ ডোমার ডিমলা)
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী জেলা আ”লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা আ”লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সাবেক ছাত্রলীগ নেতা ব্যারিষ্টার ইমরান চৌধুরী জনি, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, আলোচনা সভার পাশাপাশি উদ্বোধনী মঞ্চে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। প্রথমার্ধের আলোচনা সভা শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভার কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয়ার্ধের সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
২২ বার ভিউ হয়েছে
0Shares