শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বুড়িমারীতে দুই ট্রাকে মুখোমঁখী সংঘর্ষ নিহত ১ আহত ১

বুড়িমারীতে দুই ট্রাকে মুখোমঁখী সংঘর্ষ নিহত ১ আহত ১

লমনিরহাট প্রতিনিধি।  লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক নিহত ও অপরজন আহত হয়েছেন। রোববার (২৯ মে) সকাল ৮টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ গোলাম রসুল জানান, নিহত ট্রাকচালক বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার লোকমান মিয়ার ছেলে মার্কেস আলী (৩৪) এবং আহত ট্রাকচালক যশোর সদর উপজেলার সাদুল্যাপুর এলাকার জাকির হোসেনের ছেলে ফরহাদ হোসেন (৩৩)।

তিনি আরও জানান, মার্কেস বুড়িমারী স্থলবন্দর থেকে আসছিলেন এবং ফরহাদ বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। মার্কেসের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গুরুত্বর আহত অবস্থায় ফরহাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে নিহত ট্রাকচালকের হেলপার ইউনুস আলী এ দুর্ঘটনা থেকে অক্ষতভাবে বেঁচে যান বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS