
বীরগঞ্জ উপজেলার নবনির্বাচিত সভাপতি জাকা ও সাধারণ সম্পাদক সাঈদ সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদান

খায়রুন নাহার বহ্নি বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ ১ আগষ্ট সোমবার দুপুরে বীরগঞ্জ পৌরসভার পৌর কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা ও সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার কে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল । এসময় পৌর নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার, পৌর উচ্চমান সহকারী আলহাজ্ব হারুন অর রশীদ, পৌর প্রকৌশলী মো.নাজমুল ইসলাম, ৯ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোঃ আব্দুল বারিক, আশরাফুল ইসলাম ফুলি, আব্দুল আহাদ,মোঃ মুক্তার হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ হুমায়ুন কবির, বনমালী রায়,আব্দুল্লাহ আল হাবিব মামুন, মোঃ তাইজুদ্দিন, ফুলেশা বেগম, নারগিস আক্তার কেয়া, সাবিনা ইয়াসমিন সহ পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, পৌর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।