রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে জাহিদ হাসান জনি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলা পৌরশহরের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, সোমবার রাতের খাবার খেয়ে অন্য ঘরে ঘুমাতে যান জাহিদ। পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শয়ন ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। নেশাগ্রস্তর কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে এলাকাবাসীদের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট ও আলামত সংগ্রহ করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS