বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সাবেক ইউপি সদস্য রমজান আলী (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর- ঠাকুরগাঁও মহাসড়কের উপজেলার কবিরাজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর মুন্সিপাড়া গ্রামের মৃত.নেহাল উদ্দীন মুন্সির ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজ সেরে বীরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন রমজান আলী। পথে কবিরাজহাট এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে রংপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও গামী গেটলক পথিক পরিবহন পিছন থেকে তাঁর মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস (ঢাকা মেট্রো ব ১৫-১৬৬৪)কে আটক করা হয়। তবে চালক হেলপার পালিয়ে গেছে। লাশ পরিবারে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাসটি কবিরাজহাট বাসস্ট্যান্ডে রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.