
বীরগঞ্জে ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ (দিনাজপুর )প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন দিনাজপুর -১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল। শনিবার সন্ধ্যায় পৌরশহরের থানা মার্কেটের দ্বিতীয় তলায় ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ে শুভ উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন,বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা প্রমূখ । এসময় অন্যান্যদের মধ্যে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঠিকাদার মোঃ নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইশ্বর চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শেদ,সহ-সভাপতি মেহেদী হাসান সুজন, উপজেলা হিন্দু বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি, বীরগঞ্জ উপজেলা রিক্সা -ভ্যান চালক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মনোয়েম মিয়া, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাসেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, ঠিকাদার রেজাওয়ানুল ইসলাম রিজু, মামুনুর রশীদ, শহিনুর রহমান শাহিন,আব্দুর রহমান, রোকুনুজ্জামান বিপ্লব, আলম হোসেন সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন