
বীরগঞ্জে টিফিনের টাকায় লাল সবুজের ঈদ আনন্দ

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার দিয়েছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
মঙ্গলবার দুপুর ১২ টায় বীরগঞ্জ পৌরসভার খালপাড়ায় সংগঠনটির বীরগঞ্জ উপজেলা শাখার সদস্যরা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদের নতুন জামা উপহার দেন। এসময় ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি সুজন মিয়া, সহ- সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান, দপ্তর সম্পাদক তপু রায়, সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার হোসাইন, সহ প্রচার সম্পাদক সিফাত ইসলাম সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাইশা মেহজাবিন জুই, সমাজ কল্যাণ সম্পাদক শেখ রিপন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, নারী ও শিশু উন্নয়ন সম্পাদক জুই রায়, সহ নারী ও শিশু উন্নয়ন সম্পাদক জুঁথি রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিমা রায়, ক্রাড়ী বিষয়ক সম্পাদক জাহিদ আহমেদ ও সদস্য ইবনে সিফাত প্রমুখ। বীরগঞ্জে উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, এবছর টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন জেলায় এক হাজার সুুবিধাবঞ্চিত শিশুকে আমরা ঈদ উপহার দিবো। গত ২৪ এপ্রিল কুমিল্লা থেকে কার্যক্রমটি উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এবারের ঈদে বঞ্চিত শিশুদের মুখে হাঁসি ফুটুক এটিই আমাদের কামনা।