শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা ও শিশু কন্যার মৃত্যু

বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা ও শিশু কন্যার মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের দুলর্ভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার রতন কুমার রায়ের স্ত্রী ববিতা রানী (৩০) ও শিশু কন্যা তনি রানী রায় (৭)।

পরিবারের লোকজন জানান, তারা সন্ধ্যার আগে গ্যাস ট্যাবলেট খেয়েছে। আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু কন্যা তনিকে মৃত ঘোষণা করেন এবং ববিতা রানীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।সেখান থেকে নিয়ে যাওয়ার পথে সেও মারা যান।স্থানীয়রা জানান, এনজিওর কিস্তির টাকা নিয়ে দুই-তিন দিন ধরে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চলছিল।
স্বামী রতন কোন কাজকর্ম না করে অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত, সেই টাকা জোগাড় করতে সংসারে প্রায় কলহ লেগে থাকত।
আরো জানান, ইউনিয়নে অনেকেই ক্যাসিনোর এজেন্ট হিসেবে জড়িত রয়েছে, তাই বিভিন্ন বয়সের মানুষ এই জুয়ায় জড়িয়ে পড়ছেন। তাই এজেন্টদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের করা হোক। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, সঠিক ঘটনা উদঘাটনের তদন্ত করা হবে, নিহতদের ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS