শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বীরগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

বীরগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পৌরশহরের বিজয় চত্ত¡রে বীরগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে অবৈধ ডাম্প ট্রাক, রেগুলেশনবিহীন যানবাহন বন্ধের দাবিতে ঘন্টা ব্যাপি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ রবিবার বিকাল ৩টায় ছাত্র-জনতার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার আহŸায়ক একরামুল হক আবির, জাতীয় নাগরিক কমিটির দিনাজপুর জেলা শাখার প্রতিনিধি রেজাউল ইসলাম রেজা, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহŸায়ক মোস্তাফিজুর রহমান আকাশ সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে অবৈধ ডাম্প ট্রাক, রেগুলেশনবিহীন যানবাহন বন্ধ না হলে কঠোরমত আন্দোলনের হুশিয়ারি দেন। পরবর্তীতে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করা হবে।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, ছাত্র-জনতা যদি আমাকে সহযোগীতা করে তাহলে অবৈধ ডাম্প ট্রাক বন্ধ করা যাবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও ছাত্র-জনতার সাথে একাত্মতা ঘোষনা করেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো. মনজুরুল ইসলাম।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS