সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুর: উত্তরবঙ্গের ‘অ্যামাজন’ খ্যাত দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার মধ্যবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আশুরার বিলকে ঘিরে এমনটাই স্বপ্ন দেখছে স্থানীয় প্রশাসন।
এ স্বপ্ন বাস্তবে রূপ দিতে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ এলাকার উদ্যোক্তাদের সমন্বয়ে এ সংক্রান্ত মাস্টারপ্ল্যান তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। স্থানীয় প্রশাসনের দাবি, এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এটি হবে বাংলাদেশের অন্যমত ও আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এখানে প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবে প্রকৃতিপ্রেমী পর্যটকরা। কর্মসংস্থান হবে নিম্ন আয়ের প্রায় ৫০ হাজার মানুষের, যাদের প্রতিদিন আয় হবে ২ থেকে ৫ হাজার টাকা। বাংলাদেশ সরকারের রাজস্ব খাতে প্রতিবছর জমা হবে প্রায় ১০০ কোটি টাকা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.