শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বিরামপুরে ৩ কণ্যা সন্তানের জন্ম দিলেন গামের্ন্টস কর্মী স¦াধীনা

বিরামপুরে ৩ কণ্যা সন্তানের জন্ম দিলেন গামের্ন্টস কর্মী স¦াধীনা

বিরামপুর (দিনাজপুর) সাংবাদদাতা : বিরামপুরে একটি বেসরকারি হাসপাতালে ৩টি কণ্য সন্তানের জন্ম দিলেন গামের্ন্টস কর্মী স্বাধিনা। মা সুস্থ থাকলেও তিন কণ্য সন্তানকে উন্নত চিকিৎসার জন্য রেফাট করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের শিশু বিভাগে।

সোমবার (১৮ই জুলাই) বিরামপুর বেসরকারি ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে গামের্ন্টস কর্মী স্বাধিনা তিনটি কণ্য সন্তানের জন্ম দেন । স্বাধিনা বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের জাহিদুল ইসলামের স্ত্রী। স্বাধিনা ও জাহিদের ঘরে ১৪ বছরের একটি মেয়ে আছে।দ্বিতীয় সন্তানের আশায় তিনটি কণ্য সন্তান নরমালী ডেলিভারি হওয়াই খুবই খুশী স্বাধিনা ও তার পবিবার।

স্বাধিনার মা শহিদা খাতুন জানান, আমার মেয়ে ও জামাই দুই জনই ঢাকা গাজীপুর বোর্ড বাজার এলাকায় কাবাব ফেসন গামের্ন্টস কোম্পানীতে দীর্ঘ দিন থেকে চাকুরী করছে। আমার মেয়ের তিনটি কণ্য সন্তান জন্ম হওয়াই আমরা দেশবাসির কাছে দোয়া চাই যেন মেয়ে তিটি সুস্থ থাকে।

ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে স্বত্তাধিকারী ডাক্তার ইমার উদ্দিন কায়েস বলেন, পৃথিবীতে ৭টি পর্যন্ত সন্তান হওয়ার নজির আছে, তবে অনেক ক্ষেত্রে সব সন্তারা বাঁচে না। আমরা দুইটি তিনটি সন্তান সিজারিয়ানের মাধ্যমে জন্ম গ্রহণ করাইয়ে থাকি। গত দুই দিন আগে দুইটি সন্তানের মা হয়েছে একজন প্রসুতি। আজকে আমার হাসপাতালে সকালে স্বাধিনা নামে এক প্রসুতি ভর্তি হওয়ার পর সকাল ১১ ঘটিকায় নরমালি তিনটি কণ্য সন্তানের জন্ম হয়। মা সম্পুর্ণ সুস্থ স্বাভাবিক আছে, সন্তানদেরকে অক্সিজেন দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে রেফাট করা হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS