
বিরামপুরে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

সংবাদদাতা বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর থানা পুলিশ শুক্রবার (২২ এপ্রিল) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে বিরামপুরের দূর্গাপুর নামক স্থান থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।
লাশ উদ্ধারকারী থানার উপ-পরিদর্শক নূর আলম সিদ্দিক জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তিনি প্রায় ৪০ বছর বয়সী অজ্ঞাত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত: ঘোষণা করেন। সুরতহাল রিপোর্টে ঐ পুলিশ কর্মকর্তা জানান, ফর্সা বর্ণ ও হালকা মাঝাড়ি গঠনের মৃত: ঐ যুবকের মুখে দাড়ি, পরনে ছাই রংয়ের চেক লুঙ্গি, গায়ে ছাই রংয়ের চেক সার্ট ছিল। তার মাথার বাম পাশে ফাটা জখম, হাত থেঁতলানো এবং বাম পা ভাঙ্গা ছিল।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, লাশের আঙ্গুলের ছাপ নিয়ে পিবিআই দিনাজপুর ও সিআইডি রংপুর বিশেষজ্ঞ ক্রাইমসিন টিমের মাধ্যমে নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। পোষ্ট মর্টেম রিপোর্টের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।