
বিরামপুরে বিশ্ব মা দিবস উদযাপিত

সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ মে রবিবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠিত মা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোশাররত জাহান, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আসমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা শিক্ষা অফিসার মিনারা খাতুন, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী নব কুমার কর্মকার প্রমূখ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরুস্কার বিতরণ করেন