শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বিরামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বাড়ি পেলেন ২২০ পরিবার

বিরামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বাড়ি পেলেন ২২০ পরিবার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ৩য় পর্যায়ে বিরামপুর উপজেলার ২২০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করে। বিরামপুর উপজেলা অডিটরিয়ামে দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক বাড়ি প্রাপ্তদের হাতে বাড়ির চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সহকারী কমিশনার (ভুমি) মুহসীয়া তাবাসসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার রায়, অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেজবাউল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও নারু গোপাল কুÐু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।

১২ বার ভিউ হয়েছে
0Shares