
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে একটি পূর্ণমিলনী আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষকগণসহ বিদ্যালয়ের সকল জ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষার্থী এবং আশেপাশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীগণ সভায় উপস্থিত থেকে পূর্ণমিলনী উদযাপনে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে কমিটির আহ্বায়ক করা হয়েছে- প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আতিউর রহমানকে ও সদস্য সচিব করা হয়েছে প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মমতাজুর রহমান মিন্টুকে। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য হতে যুগ্ম আহ্বায়ক মোঃ আতিউর রহমান আতিক, মোঃ দেলোয়ার হোসেন ও ডাঃ মোঃ ইমরান হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
আসছে ঈদুল আযহায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রস্তাবিত পূর্ণমিলনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফরম অনলাইনে শীঘ্রই প্রকাশ করা হবে এবং অফলাইনে বিদ্যালয়ে এসেও যে কোন শিক্ষার্থী পূরণ করার সুযোগ রাখা হবে। নির্বাচিত কমিটি পূর্ণমিলনী অনুষ্ঠানে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন উপকমিটি প্রস্তুতপূর্বক অনুষ্ঠানের বিস্তারিত আয়োজনে ব্যবস্থা গ্রহণে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গৌরবময় প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে সকল অধ্যয়নরত শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করা হয়েছে।
সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পৌর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, সহসভাপতি ইস্কান্দার হাসান, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, সহকারী শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম, আরিফা আক্তার ও আব্দুর রাজ্জাক মিঠুসহ উপস্থিত অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।
৪ বার ভিউ হয়েছে