আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ ইসরায়েলী ইয়াহুদী হায়েনাদের বর্বোরচিত হামলায় ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের গণহত্যা এবং অন্যায়ভাবে গাজাকে মুছে ফেলার অপচেষ্টার প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো শ্লোগানে বিরলে হরতালের ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের জনসাধারণ হরতাল ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।
সোমবার সকালে বিরল বাজার বকুলতলা মোড়ে উক্ত হরতালের সমর্থনে বিরল উপজেলার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে হরতাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিরল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি পূণরায় বকুলতলা মোড়ে ফিরে এসে ইসরায়েলী কুখ্যাত ইয়াহুদী নেতা নিয়াহু এর প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও কুশপত্তালিকা দাহ করে।
বিক্ষোভে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি হারুনুর রশীদ, রেজওয়ান পারভেজ, আলী আহসান মোঃ মুজাহিদ, মন্টু, বাংলাদেশ খেলাফত মজলিস এর দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা জোবায়ের সাঈদ, বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার সেক্রেটারী আজমীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল মোঃ গোলাম মোস্তফা (হীরা), বিরল কেন্দ্রীয় কইদিঘী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আব্দুস সালাম, পুরিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন প্রমূখ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.