
বিরলে চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)\বিরল প্রেস ক্লাবে উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ প্রদানের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ লাইসুর রহমান। এ সময় ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, ইউনিয়ন তাঁতীদলের আহŸায়ক আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সফিকুল ইসলাম, যুবনেতা তরিকুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহাদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মেহেরাব আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবু, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সহসভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কেটু রামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে লাইসুর রহমান জানান, চেয়ারম্যান মোসলেম উদ্দিনের পদত্যাগ দাবি করে গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে ৩ নং ধামইর ইউনিয়ন এর ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মূখ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ২০১৮ সালে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র অন্যতম সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাইসুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষকদলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আলম, যুবনেতা তরিকুল ইসলাম, হয়রানির শিকার ভূক্তভোগী মোহাম্মদ আলী, ফারুক হোসেন, মোসলেম ড্রাইভার, শাহিরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনিয়ম, হয়রানি ও দূর্নীতির শিকার ভূক্তভোগীগণ নিজেদের সাথে চেয়ারম্যানের ঘটে যাওয়া ইতিপূর্বের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন এবং অন্যান্য বক্তারা একাত্মতা প্রকাশ করে চেয়ারম্যান মোসলেম উদ্দিনের পদত্যাগ দাবি করাকালে আমিও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখি।
তিনি বলেন, গত ১৭ মার্চ ২০২৫ তারিখে চেয়ারম্যান মোসলেম উদ্দিন পূণরায় পরিষদের কার্যালয়ে বসে পূর্বের ন্যায় তার অনৈতিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করায় তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণ এর প্রতিবাদ করায় আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি।
এরপর আবারো গত ২৫ মার্চ ২০২৫ তারিখে ৩ নং ধামইর ইউনিয়ন এর ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে পদত্যাগের দাবি জানান। তদুপরী জনগণের দাবি না মানায় আগামী এক সপ্তাহের মধ্যে চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি প্রদান করতে বাধ্য হবে ৩ নং ধামইর ইউনিয়ন এর সর্বষÍরের জনগণ। তাই উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত হস্তক্ষেপ কামনা করছি।
তিনি আরো জানান, চেয়ারম্যান মোসলেম উদ্দিনের অন্যায় কর্মকান্ড তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। সেইসাথে প্রয়োজন দলীয় পরিচয় ব্যবহার করে ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগীকে পূণর্বাসনের সাথে জড়িতদের কর্মকান্ড দেখিয়ে দেয়া। ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করে কেউ দলের বদনাম করুক এটা কখনই কাম্য নয়। তাই আপনাদের মাধ্যমে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট তদন্ত সাপেক্ষে বিএনপির লেবাসধারী ব্যক্তিবর্গের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।