
বিরলে ক্ষুদ্র ব্যবাসায়ী প্রতিবন্ধী সদস্যদের মাঝে নগদ অর্থ সহযোগিতা প্রদান

বিরলে কোভিড-১৯ প্রতিরোধ কর্মসূচীতে প্রতিবন্ধীতা অন্তর্ভূক্তি শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও সিডিএ’র সহায়তায় কমনওয়েলথ ফাউন্ডেশন ও টার্নিং পয়েন্ট ফাউন্ডেশন এর অর্থায়নে ১০ জন ক্ষুদ্র ব্যবাসায়ী প্রতিবন্ধী সদস্যকে নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার।
এ সময় কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ)’র প্রতিবন্ধী উন্নয়ন সহযোগী অনামিকা পান্ডে, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা- রাজবাটি এর সভাপতি তামজিদা পারভীন সীমা, সিডিএ’র আঞ্চলিক ম্যানেজার মোঃ কামরুজ্জামান, সাংবাদিক আতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
৪ বার ভিউ হয়েছে