বুধবার- ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বিরলের বিজোড়া ও পলাশবাড়ী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৮০ জন প্রার্থীরর মাঝে প্রতীক বরাদ্দ

বিরলের বিজোড়া ও পলাশবাড়ী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৮০ জন প্রার্থীরর মাঝে প্রতীক বরাদ্দ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরলের ৭ নং বিজোড়া ও ১১ নং পলাশবাড়ী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৮০ জন প্রার্থীকে আজ ২৭ মে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। আগামী  ১৫ জুন সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে এ দু’টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়নে পুরুষ ১৪ হাজার ৪৩৮ জন ও নারী ১৩ হাজার ৭০৪ জনসহ মোট ভোটার ২৮ হাজার ১৪১ জন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল কুদ্দুস সরকার জানান, ১১ নং পলাশবাড়ী ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ নং ওয়ার্ডে কাজী মোঃ আহসান হাবীব বিনা প্রতিদ্বন্দ্বীতায় বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ২২ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জনসহ মোট ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
৭ নং বিজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোঃ আমজাদ হোসেন (নৌকা), স্বতন্ত্র মোঃ এরশাদুজ্জামান মোল্লা (মটরসাইকেল), স্বতন্ত্র মোঃ সহিদুল ইসলাম (ঘোড়া), সংরক্ষিত সদস্য পদে ১ নং সংরক্ষিত ওয়ার্ডে মোছাঃ রাবেয়া বেগম সূর্যমুখী ফুল), মোছাঃ মুর্শিদা (মাইক), মোছাঃ মিনা আরা (তালগাছ), মোছাঃ শহর বানু (বক), মোছাঃ সুবর্না আক্তার (কলম), ২ নং সংরক্ষিত ওয়ার্ডে মোছাঃ মোমেনা বেগম (বক), মোছাঃ সেলিনা বেগম (তালগাছ), মোছাঃ রুবিনা (কলম), মোছাঃ বাবলী (মাইক), ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মোছাঃ আফুরুজা বেগম (সূর্যমুখী ফুল), মোছাঃ নাজমা খাতুন (বক), লতা রানী সরকার (মাইক), মোছাঃ আক্তারুন বেগম (হেলিকপ্টার), মোছাঃ শিরিন আক্তার (তালগাছ), সাধারণ সদস্য পদে ১ নং সাধারণ ওয়ার্ডে মোঃ মোস্তাফিজুর রহমান (মোরগ), মোঃ হারুনুর রশীদ পিন্টু (ফুটবল), মোঃ কাওছার আলী (টিউবওয়েল), ২ নং সাধারণ ওয়ার্ডে মোঃ আফছার আলী (মোরগ), মোঃ আজম আলী (ফুটবল), মোঃ ছামিদুর হক (টিউবওয়েল), ৩ নং সাধারণ ওয়ার্ডে মোঃ তোফাজ্জল হোসেন (ভ্যানগাড়ি), মোঃ আলম হোসেন (ফুটবল), মোঃ মাসুদ রানা (টিউবওয়েল), ৪ নং সাধারণ ওয়ার্ডে মোঃ আমজাদ আলী (মোরগ), মোঃ মমিনুর আলম (টিউবওয়েল), মোঃ জুয়েল আলী (ফুটবল),  ৫নং সাধারণ ওয়ার্ডে মোঃ শাহ আলম (মোরগ), মোঃ হাসান আলী (ফুটবল), ৬নং সাধারণ ওয়ার্ডে মোঃ আব্দুল আরিফ @ বকুল (ফুটবল), মোঃ আফতাব উদ্দীন (টিউবওয়েল), মোঃ আসাদুজ্জামান রনি (তালা), ৭ নং সাধারণ ওয়ার্ডে মোঃ সোবহান আলী (টিউবওয়েল), মোঃ হাবিবুর রহমান (মোরগ), ৮নং সাধারণ ওয়ার্ডে মোঃ আনোয়ার হোসেন  বৈদ্যুতিক পাখা), মোঃ সুরত আলী (তালা), মোঃ জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), মোঃ মজিবর রহমান (ফুটবল), ৯নং সাধারণ ওয়ার্ডে মোঃ বাবর আলী (মোরগ), মোঃ আবু কালাম  বৈদ্যুতিক পাখা), মোঃ আজিজুর রহমান (টিউবওয়েল), ১১ নং পলাশবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ খাইরুল ইসলাম খোকন (নৌকা), স্বতন্ত্র মোঃ আলতাফ হোসেন (ঘোড়া), স্বতন্ত্র মোঃ মিজানুর রহমান (মটরসাইকেল), মোঃ মোশারফ হোসেন (আনারস), মোঃ এমদাদুল হক (চশমা), সংরক্ষিত সদস্য পদে ১ নং সংরক্ষিত ওয়ার্ডে মোছাঃ ইসমোতারা (তালগাছ), মোছাঃ হোসনে আরা বেগম (মাইক), ২ নং সংরক্ষিত ওয়ার্ডে মোছাঃ জিন্নাতুন নেছা (সূর্যমূখী ফুল), মোছাঃ রুনা লায়লা (বক), মোছাঃ আক্তার বানু (মাইক), ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মোছাঃ ফিরোজা খাতুন (বক), মোছাঃ ছাবিনা খাতুন (মাইক), মোছাঃ রফিজা খাতুন (তালগাছ), সাধারণ সদস্য পদে ১ নং সাধারণ ওয়ার্ডে মোঃ বাবুল হোসেন (ফুটবল), মোঃ ইউসুফ আলী (মোরগ), মোঃ শাহিনুর ইসলাম (তালা), মোঃ মঞ্জুরুল ইসলাম (ভ্যানগাড়ি), ৩ নং সাধারণ ওয়ার্ডে মোঃ আবু সিদ্দিক (ফুটবল), মোঃ শফিকুল ইসলাম (তালা), মোঃ আব্দুল জলিল (মোরগ), ৪ নং সাধারণ ওয়ার্ডে মোঃ জালাল হোসেন (ফুটবল), মোঃ মহসিন আলী (মোরগ), ৫ নং সাধারণ ওয়ার্ডে মোঃ খায়রুল আনাম (টিউবওয়েল), মোঃ মেহেরাফ আলী (তালা), মোঃ রবিউল ইসলাম (ফুটবল), ৬ নং সাধারণ ওয়ার্ডে মোঃ আমিনুল ইসলাম (ভ্যানগাড়ি), মোঃ ছইদুর রহমান (তালা), মোঃ আইনুল হক (টিউবওয়েল), মোঃ ফইজুল রহমান (ফুটবল), ৭ নং সাধারণ ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম (মোরগ), মোঃ জয়নাল আবেদীন (ফুটবল), মোঃ আমিরুল ইসলাম (তালা), ৮ নং সাধারণ ওয়ার্ডে মোঃ আব্দুস  ছালাম (ফুটবল), মোঃ ইসাহাক আলী (টিউবওয়েল), ৯ নং সাধারণ ওয়ার্ডে মোঃ বাবুল হোসেন (টিউবওয়েল), মোঃ আবেদ আলী(ফুটবল), মোঃ ইয়াকুব আলী (তালা)। ১৫ জুন সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে এ দু’টি ইউনিয়নে ১৮ টি পৃথক পৃথক কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS