শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বিদায়ী ইউএনও গনপতি রায় কে সরকারি এম এম কলেজের সংবর্ধনা

বিদায়ী ইউএনও গনপতি রায় কে সরকারি এম এম কলেজের সংবর্ধনা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বিদায়ী ইউএনও গনপতি রায় কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা ২ টায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের শিক্ষকদের আয়োজনে ইউএনও গণপতি রায়ের পদোন্নতি ও বদলী উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহা ব্যবস্থাপক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। তিনি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষক সমাজকে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনার জন্য ভূমিকা রাখতে অনুরোধ জানান এবং কলেজের উন্নয়নে সরকারি সহযোগিতায় যেকোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কলেজের শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কবি এস এম আব্দুর রউফ। অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সময়ে স্থাপত্য শিল্পে স্বর্ণযুগের সূচনা করেছেন’। সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক মোশফেকা খানম, সঞ্চালক আইসিটি প্রদর্শক হারুন আল রশীদ প্রমুখ। এ সময়

৪৮ বার ভিউ হয়েছে
0Shares