
বিদায় নিতে মন না চাইলেও বিদায় নিতে হচ্ছে: রাজন কুমার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: কখনো ভাবিনি বিদায় বেলাটা এত কঠিন হবে। এখানকার বস, কলিগ, সহকর্মীদের সাথে কাটানো মুহূর্তগুলো আজীবন স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে। যত সময় যাচ্ছে তত নিশ্বাস ভারি মনে হচ্ছে। মনে হচ্ছে আমি যদি আরো কিছু দিন এই কর্মস্থলে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু নিয়মটাই যে এমন তাই আমি চাইলেও আর থাকতে পারবো না। বিদায়কালে আপনাদের ভালবাসায় আমি সিক্ত হলাম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ভুল করলে ক্ষমা করবেন। বক্তব্যকালে চোখে জ্বল জ্বল পানি নিয়ে এমন ভাবেই বলছিলেন, বিদায়ী অফিসার জনাব রাজন কুমার।
বিদায় সব সময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার প্রশিক্ষক, আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকতা রাজন কুমার । উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে আনসার-ভিডিপি সদস্যদের আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৮ মার্চ) দুপুর ১১ টায় আড়ানী ইউনিয়নের ওয়ার্ড দল নেত্রী শাপলা খাতুনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন থেকে তেলায়াত করেন মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাকিব-উল-মওলা, রাজন কুমার, সদ্য যোগদান কৃত উপজেলা প্রশিক্ষক সোহেল রানা, উপজেলা আনসার প্রশিক্ষিকা মাহাফুজা খানম, ওয়ার্ড দলনেত্রী পলি খাতুন, দলনেতা আসাদুজ্জামান আড়ানী পৌরসভা , ওয়ার্ড দলনেতা বাঘা পৌরসভা আশরাফুল ইসলাম, উপজেলা কম্পানী কমান্ডার আব্দুল সাত্তারসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের আনসার ভিডিপির সদস্য ও সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ও মোস্তাফিজুর রহমান।
উপস্থিত বক্তারা বলেন, ২০২৪ সালের ২০ জুন মিলন কুমার দাস স্যারকে বিদায় দিতে গিয়ে আমরা ভেঙে পরেছি আজ আবার রাজন কুমার স্যারকে বিদায় দিতে হচ্ছে, আমাদের কর্ম জীবনে এই দুই ব্যক্তিকে কখনো ভুলতে পারবো না । আজকের এই দিনটি আমাদের জন্য একটি আবেগময় মুহূর্ত। আমরা জানি, কোনো বিদায় কখনো সহজ হয় না, বিশেষ করে যখন আমাদের সঙ্গী একজন দারুণ মানুষ, একজন সহকর্মী এবং বন্ধু হয়ে থাকেন। আজ যখন আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তখন আমরা সবাই কিছুটা ভারাক্রান্ত।
আপনি এখানে এসে শুধু আপনার দক্ষতা, জ্ঞানের মাধ্যমে আমাদের সহায়তা করেননি, বরং আপনার সততা, পরিশ্রম এবং বন্ধুত্বপূর্ণ মনোভাবের জন্য আমরা সবাই দারুণ উপকৃত হয়েছি। আপনার অবদান আমাদের কাছে চিরকাল স্মরণীয় থাকবে।
আপনার সঙ্গে কাজ করার সময় আমরা একে অপরকে অনেক কিছু শিখেছি, এবং একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি। আপনার পেশাদারিত্ব, সহানুভূতি এবং নেতৃস্থানীয় গুণাবলী আমাদের সবার কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ আপনার বিদায়ে আমরা একদিকে যেমন দুঃখিত, তেমনি নতুন পথ চলার জন্য আপনাকে শুভকামনা জানাতে চাই।
আপনি যেখানেই যান, সেখানে সফলতা এবং সুখ যেন আপনার সঙ্গী হয়, এই কামনা আমাদের। আপনার নতুন যাত্রার পথে সবসময় শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
পরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে সন্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।