শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বায়তুননুর জামে মসজিদে রসিকের ১০টি সিলিং ফ্যান হস্তান্তর

বায়তুননুর জামে মসজিদে রসিকের ১০টি সিলিং ফ্যান হস্তান্তর

এম মিরু সরকার ; রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার প্রতিশ্রুতির ১০টি সিলিং ফ্যান বায়তুননুর জামে মসজিদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
 রোববার মেয়র মহোদয়ের ব্যক্তিগত সহকারী মোঃ শফিকুল ইসলাম মুন্সি ওরফে হরকাতুল জিহাদ মুন্সি ১০টি সিলিং ফ্যান নগরীর ১১নং ওয়ার্ডের বিন্নাটারী চেয়ারম্যান মোড়ে বায়তুননুর জামে মসজিদ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বায়তুননুর জামে মসজিদের সাধারণ সম্পাদক শহীদ ছাবেদ মঞ্জু, সহ-সাধারণ সম্পাদক মোকাররম হোসেন বুলবুল, অর্থ সম্পাদক আতিকুজ্জামান মাফু, ১১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী ও অত্র মসজিদের ইমাম মাও. মোঃ জুয়েল রানাসহ অন্যান্য মুসল্লিগণ।
৪৭ বার ভিউ হয়েছে
0Shares