বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পৃথক অভিযান চালিয়ে ৫ শ’ লিটার বাংলা মদ ও ১৩৫ কেজি ভেজাল গুড়-সহ আব্দুল হালিম ও কামরুল ইসলাম নামে দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪-এপ্রিল) উপজেলার পলাশী ফতেপুর ও আড়ানী এলাকার সাহাপুর গ্রামে এ অভিযান চালানো হয়। এর মধ্যে পলাশী ফতেপুর এলাকায় বাংলা মদ এবং তৈরীর উপকরণ সহ দু’জনকে আটক করে পুলিশ।
বাঘা থানা পুলিশ জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদ্মার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামে বাংলা মদ তৈরীর কারখানায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এ সময় পুলিশ ১০ টি নীল রং এর প্লাস্টিকের ড্রামে প্রায় ৫০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরীর নানা উপকরণ জব্দ করেন। একই সাথে ঐ গ্রামের মোঃ আব্দুল হালিম (৪৪), পিতা-মোঃ আব্দুল মান্নান এবং মোঃ কামরুল ইসলাম খান (৩৫), পিতা-মৃত জমশের খান কে আটক করে থানায় নিয়ে আসেন।
এর আগে পুলিশ উপজেলার আড়ানী পৌর এলাকার সাহাপুর গ্রামে মোঃ রাজন (৩৫), পিতা-আব্দুল কুদ্দুসের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ৩টি নীল রং এর প্লাস্টিকের ড্রামে ৪৫ কেজি করে মোট ১৩৫ কেজি ভেজাল খেজুরের ঝুলা গুড় উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য প্রায় ১০ হাজার টাকা। পুলিশ জানায়, এই অভিযানের সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে রাজন বাড়ীর পেছন দিক দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ভেজাল গুড় তৈরীর কাজে ব্যবহৃত পাথরের চুন, সোডা, ফিটকারি এবং রং উদ্ধার করেন। এ সংক্রান্তে পলাতক আসামী মোঃ রাজন(৩৫), পিতা-আব্দুল কুদ্দুস, গ্রাাম সাহাপুর সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা রজু করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বর্তমানে উপজেলার সমতল এলাকার চেয়ে পদ্মার চরাঞ্চলে বেশি অপরাধ সংঘটিত হচ্ছে। গত কয়েক মাসে চরাঞ্চল থেকে একাধিক আসামী সহ বেশ কিছু গাঁজা এবং মাদক উদ্ধার করা হয়েছে। তিনি রবিবার পৃথক দুটি ঘটনা নিয়ে দু’টি মামলা রজু করে আসামীদের আদালতে প্রেরণ করেছেন বলে জানান।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.