শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বাঘায় সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের শিশুর মৃত্যু

বাঘায় সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের শিশুর মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় সাজিন হোসেন নামের আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়াপাড়া-জোতসায়েন্তা সড়কের বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু সাজিন হোসেন বাঘা পৌরসভার ৯ নম্বর ওর্য়াড় বাগসায়েন্তা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

জানা যায়, লুৎফর রহমান পরিবারের সকলকে নিয়ে বাঘা মাজার এলাকায় বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তারা বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা সড়কে ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সাজিন হঠাৎ দৌঁড়ে সড়ক পার হতে গিয়ে ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS