প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ণ
বাঘায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী মেহেরুনের চিকিৎসা নেই দেশে, প্রয়োজন সাহায্যের

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ব্রেন টিউমার আক্রান্ত মেহেরুনের চিকিৎসা থমকে, টাকার অভাবে বিপাকে পরেছে পরিবার। সকলকে সাহায্যের জন্য হাত বাড়ানোর আহবান করেছে।
উপজেলার পাকুরিয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের ভ্যান চালক মাহাবুর ইসলামের মেয়ে মেহেরুন খাতুন (১৪)। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসা খরচ মেটাতে অর্থাভাবের কারণে পরিবারের সদস্যরা দুর্বিসহ পরিস্থিতির মুখে পড়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, ১ মাস আগে মেহেরুনের মাথায় প্রচুর পরিমানে ব্যাথা করে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ডা. দেখানো হলে তারা বলেন মেহেরুনের ব্রেন টিউমার হয়েছে আর টিউমার টি মগজের মাঝখানে যা রাজশাহীতে চিকিৎসা করানো সম্ভব না। তাই মেহেরুনের পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেও চিকিৎসক জানান বাংলাদেশে চিকিৎসা নেই, তাকে দেশের বাইরে নিতে হবে। এর মাঝে তার পরিবারের লক্ষ টাকা খরচ হয়ে যায় যার ফলে মেহেরুন কে তার পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে জাবার ক্ষমতা নেই। তাই সকলকে সাহায্যের জন্য হাত বাড়ানোর আহবান করেছে।
মেহেরুনের বাবা মাহাবুর ইসলাম বলেন, আমার দুই সন্তান মেহেরুন বড় মেয়ে। এই যাবত পর্যন্ত অনেক কিছু বেচে কিনে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করিয়েছি । আমি আর খরচ চালাতে পারছি না, আমার মেয়েকে আমি বাঁচাতে চাই, তাই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।
মেহেরুনের মা মরজিনা বেগম জানান, "আমরা ছোট্ট এক পরিবার, তারা (মেহেরুনের) বাবা ভ্যান চালিয়ে সংসার চালায় এর মধ্যে ধার দেনা করে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করা হয়েছে। এখন মেহেরুনের চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে, অনেক টাকা প্রযোজন যা আমাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই আমি সমাজ ও দেশ বাসির কাছে সাহায্যের আবেদন করছি।"
এদিকে, স্থানীয় সমাজসেবী এবং ভালো হৃদয়ের ব্যক্তিরা মেহেরুনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা সৃষ্টি করছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.