
বাঘায় ভাক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :রাজশাহীর বাঘায় জনপ্রতিনিধি,রাজননৈতিক,সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী,শিক্ষক ও গনমাধ্যম কর্মীদের সমন্বয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুযোগসন্ধানী ব্যবসায়ীদের কারণে ভোক্তারা সকল পণ্য ক্রয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্যাকেটজাত পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ওজনেও কোম্পানীগুলোর লুকোচুরি রয়েছে। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে ভোক্তাদের আইনি অধিকার নিশ্চিত করা। যাতে তারা তাদের অধিকার পায়। তবে নিজেদের অধিকার নিয়ে দেশের ভোক্তারা সচেতন নয়,মন্তব্য করে বক্তরা বলেন, সে বিষয়ে সবাইকে জানানো প্রয়োজন। এ ছাড়াও বাজারে দ্রব্যমূল্যের চার্ট টানানোসহ ভেজাল রোধসহ আইন প্রয়োগে প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।
ভোক্তা অধিকার আইন বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাবিহা সুলতানা ডলি। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রশিদ। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন- বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাঘা পৌর জামায়াতের সাবেক আমির সাইফুল ইসলাম, বাঘা বাজার কমিটির আহ্বায়ক আব্দুর রহমান এছা, নারায়নপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক অব্দুল হানিফ মিঞা।
ভোক্তাদের আইনি অধিকার নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,অসাধু ব্যবসায়ীদের প্রতিহত করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও প্রয়োজন। ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালনে উপজেলা নির্বাহি অফিসার,সহকারি কমিশণার(ভুমি) কাজ করছে এবং করবে। সেমিনার পরবর্তী বৈশাখ উদযাপনের প্রস্ততি মূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সফিউল্লাহ সুলতান, উপজেলা প্রকৌশলী এজাজুল আলম,শিক্ষক, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান ও গণমাধ্যম কর্মী।
৫ বার ভিউ হয়েছে