শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বাগাতিপাড়ায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে দোকান সিলগালা-জরিমানা

বাগাতিপাড়ায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে দোকান সিলগালা-জরিমানা

ইসাহাক আলী , নাটোর, ০৯ মে- নাটোরে কৃত্রিম সংকট দেখিয়ে বাগাতিপাড়ার বিভিন্ন স্থানে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দোকান সিলগালা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বাগাতিপাড়ার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দেবী পাল এই আদালত পরিচালনা করেন।

গত কাল থেকে জেলার বিভিন্ন স্থানের পাম্প ও পেট্রোলের দোকানে পেট্রোলের সংকট দেখিয়ে পরিবহনে পেট্রোল সরবরাহ বন্ধ রাখা আবার কোথাও অতিরিক্ত দামে ভোক্তাদের পেট্রোল সরবরাহ করা হয়। এমন অভিযোগে বাগাতিপাড়ার উপজেলার কয়েকস্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বাগাতিপাড়ার রামপুর বাজারের সোহেল রানা ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিহারকোল বাজারের ফজলুর রহমানকে ১০ হাজার টাকা , কামাল হোসেনকে ৫ হাজার টাকা এবং একটি দোকান সিলগালা করে দেয়া হয়। দন্ডকৃতদের লাইসেন্স না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় এই দন্ড প্রদান করা হয় বলে জানান ইউএনও প্রিয়াংকা দেবী পাল। তিনি আরো জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে। তবে জেলার বিভিন্ন এলাকায় রিপোর্ট লেখা পর্যন্ত পেট্রোল ও অকটেনের সংকট দেখিয়ে সরবরাহ বন্ধ বা অতিরিক্ত দামে সরবরাহের খবর পাওয়া গেছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS