শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বাগাতিপাড়ায় বজ্রপাতে এক যুবক নিহত, ৭ জন আহত 

বাগাতিপাড়ায় বজ্রপাতে এক যুবক নিহত, ৭ জন আহত 

ইসাহাক আলী,  নাটোর, ০১ আগষ্ট – নাটোরের বাগাতিপাড়ায় চায়ের স্টলে বজ্রপাতে আশিক (২০) নামের এক যুবক নিহত হয়েছে। আশিক রাজমিস্ত্রীর কাজ করেন। আহত হয়েছেন আরো ৭জন। সোমবার সকালে উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আশিক মৃত্যু হয়। আশিক করমদোষী এলাকার সিহাব উদ্দিনের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, চায়ের  স্টলে সিহাব উদ্দিন ও তাঁর পুত্র আশিক সহ ১০থেকে ১২ জন আড্ডায় ব্যস্ত ছিলো। এদের মধ্যে সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপালী বেগম আহত হয়েছেন। ওই এলাকার আব্দুল মালেকের স্ত্রী রুপালী বেগম চায়ের স্টল পরিচালনা করেন। আহতদের মধ্যে ৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পুঠিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২জনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS