শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

বাংলাদেশের মানুষ স্বৈরাচার চায় না’: মনিরা শারমিন 

বাংলাদেশের মানুষ স্বৈরাচার চায় না’: মনিরা শারমিন 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন মন্তব্য করেছেন, ‘সংস্কারবিহীন নির্বাচন মানে আরও একটি ফ্যাসিবাদ কায়েম করা। আরও একটি ফ্যাসিবাদের উত্থান হওয়া। বাংলাদেশের মানুষ স্বৈরাচার চায় না।’
তিনি বলেন, ‘আমরা জাতীয় ঐক্য ধরে রাখার চেষ্টা করছি। কিন্তু বিএনপির পক্ষ থেকে যতবার নির্বাচনের কথা বলা হচ্ছে, ততবার তারা আওয়ামী লীগের বিচারের কথা বলে না। অথচ পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার নিয়ে অনৈক্য থাকার কথা ছিল না। আমরা বলছি, ক্ষমতার ভারসাম্য চাই, প্রধানমন্ত্রী সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হবেন না। বিএনপি এখানে একমত না। আমরা বলছি, ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেনা কোন ব্যক্তি, বিএনপি এখানেও একমত না। তাহলে জাতীয় ঐক্য কিভাবে হবে? ঐক্য ধরে রাখার দায় কি শুধু এনসিপির? বিচারবিহীন সংস্কারবিহীন নির্বাচন আমরা মেনে নিব না।’
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁর পত্নীতলা উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এনসিপি নেতা রায়হান শরীফের সঞ্চালনায় ও এবি পার্টির নেতা মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গত ৩ আগস্টে শহিদ মিনার থেকে আমরা যে ঐক্যের ডাক দিয়েছিলাম, সে ঐক্যের জায়গা থেকে রাজনৈতিক দলগুলি নিজেদের দলীয় এজেন্ডা সামনে এনে বিভক্ত হয়ে গেছে। আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে ভিন্নমত থাকবে, তর্ক-বিতর্ক হবে বিভিন্ন ইস্যুতে, কিন্তু আমাদের বুঝতে হবে কিছু মৌলিক বিষয়ে আমাদের ঐকমত্য ধরে রাখতে হবে। বিচার, সংস্কার, নির্বাচন বিষয়ে আমাদের অনৈক্যের সুযোগ নাই অভ্যুত্থানের আগে বিএনপির নির্বাচন চাওয়া এবং অভ্যুত্থানের পরে সংস্কারবিহীন নির্বাচন চাওয়া কিন্তু একরকম নয়।’
এ সময় বক্তব্য রাখেন- এবি পার্টির কেন্দ্রীয় সহ-সেক্রেটারি অ্যাডভোকেট কাজী মোঃ আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নওগাঁ জেলার সংগঠক ইমরান পরাগ, শহিদ শেখ ফাহমিন জাফর এর মাতা কাজী লুলুল মাখমিন, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির পত্নীতলা উপজেলা প্রতনিধি হাবিব সাত্তি, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতা মারুফ মোস্তফা,  মোক্তারুল ইসলাম হৃদয়, রাফি রেজওয়ান, রোভার স্কাউট প্রতিনিধি মাসুমুল হক সিয়াম, ইসলামী ছাত্র শিবির নওগাঁ জেলা সেক্রেটারি রাকিব হোসেন, জামায়েত ইসলাম উপজেলা সহ সেক্রেটারি আখতার ফারুক, এবি পার্টির কেন্দ্রীয় সহ সেক্রেটারি এডভোকেট কাজী মোঃ আতিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডা: আবু ওবায়দা প্রমূখ।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS